বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

নীলফামারীতে ভিত্তিহীন মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কুকুরাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানকে অপসারণ এবং সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান। বুধবার ১১ সেপ্টেম্বর সকালে জেলা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, অবৈধভাবে ২০১৯ সাল থেকে ঘুস নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাহাবুবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন তৎকালীন ম্যানেজিং কমিটি যা নিয়মের পরিপন্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশের সব দুর্নীতি সংস্কার হচ্ছে তারই ধারাবাহিকতায় আমি আমার যোগ্যতায় আমি আমার অধিকার ফিরে পেতে চাই।

তিনি আরো জানান, আমার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য স্কুলের বর্তমান সভাপতি ইউএনও মহোদয়ের কাছে আমি লিখিত অভিযোগ করেছিলাম, অভিযোগের প্রকৃতির নিয়ম মহোদয় যাচাই-বাছাই করে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মনোনীত করে নির্দেশনা দেন , এবং আগামী বৃহস্পতিবার থেকে আমাকে দায়িত্ব বুঝে নিতে বলেন। কিন্তু দুই এক জন শিক্ষকের মদদে গতকালকে ১০ সেপ্টেম্বর গুটিকয়েক শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে ও কিছু এলাকার লোককে অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানে নিয়ে এসে আমার বিরুদ্ধে মানববন্ধন করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট।

পরিশেষে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই বাছাই করে আমার বিরুদ্ধে যা অন্যায় হয়েছে তার সুস্ঠ তদন্ত করে আমাকে আমার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

সেলিম রেজা/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর