সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

নওগাঁয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদানের দাবিসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও রাজশাহী বিভাগীয় কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে নওগাঁর ডানা পার্কে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি, নওগাঁ জেলা শাখা, এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল আমিন। তিনি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (সাবেক তথ্যসেবা কেন্দ্র) যাত্রা শুরু করে। কিন্তু দীর্ঘ ১৪ বছর ধরে কাজ করেও পরিচালকদের চাকরি স্থায়ী করা হয়নি। নিয়োগের সময় সরকারি বিধি অনুযায়ী নিয়োগ দিলেও বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারিভাবে বেতন-ভাতা না দিয়ে পরিচালকদের জোরপূর্বক চুক্তিপত্রে আবদ্ধ করা হয়েছে। সারা দিন সরকারি প্রকল্পের কাজ করানো হলেও সুবিধাভোগী নাগরিকদের কাছ থেকে সেবা-পরিশ্রমের বিনিময়ে টাকা আদায় করতে বলা হয়, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। এতে পরিচালকদের ভিখারি বানানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সেবা প্রদানের বিনিময়ে অর্থ চাওয়ার কারণে অনেক সময় নাগরিকদের প্রশ্নের মুখে পড়তে হয়। এ ছাড়া কর্তৃপক্ষের ইচ্ছামতো চাকরিচ্যুতি ঘটানোর মতো সমস্যাও মোকাবিলা করতে হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ২০১৬ সালে গেজেটের মাধ্যমে নতুন পদ সৃষ্টি করে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ প্রদান করে, যা পরিচালকদের কাজে হস্তক্ষেপ এবং হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়—চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং তাদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। ১৪ বছর ধরে আন্দোলন সংগ্রামে বাধা প্রদানের অভিযোগ তুলে তারা জানান, এসব বাধার কারণে পরিচালকদের কোনো প্রতিবাদ করার সুযোগ ছিল না।

সংবাদ সম্মেলনের শেষে মো. আব্দুর রহিম মিঠুকে সভাপতি এবং মো. সেলিম সরদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি যোবায়েত হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা কমিটির সভাপতি শামীম পারভেজ এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মো. এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর