দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় আজ শুক্রবার ভোরে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ি উপজেলার ভিমলপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্পটেই ১ জন নিহত হয় এবং আহত হয়েছে ১৫ জন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর বাজারের পাশে মির্জা অটো রাইচ মিলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয়েছে ১৫ জন এবং ঘটনাস্থলেই নিহত হয়েছে ১ জন । আহতদেরকে পুলিশ উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমরা চলে আসি। স্থানীয় সূত্রে জানতে পারি, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নওশীন এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ১ জন কিশোর নিহত এবং গুরুতর আহত হয় ১৫ জন ।আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
তাজকিরাতুল হক/এমএ