রবিবার, মার্চ ১৬, ২০২৫
spot_img

নওগাঁর আত্রাই নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে রফিক (১০) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে মান্দা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করে। নিহত রফিক মহাদেবপুর উপজেলার চকরাজা সরস্বতীপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে।

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, রফিক আজ দুপুরে আত্রাই নদীর মহাদেবপুর উপজেলার লক্ষীরামপুর এলাকায় এক বন্ধুর সাথে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের উদ্বেগের পরিপ্রেক্ষিতে মান্দা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে রফিকের মরদেহ উদ্ধার করে।

নিহত রফিক লক্ষীরামপুর এলাকার একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা এসআই হাবিব।

মোঃ এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর