রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img

মান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বিনামূল্যে প্রায় ১ হাজার ৫০০ রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আয়োজনে রোববার সকাল ৯টার দিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, মাষ্টার এনামুল হক, আবদুল মালেক, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, সিদ্দিক হোসেন, ওবাইদুর রহমানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে ছয়জন চিকিৎসক রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন। আগত এসব রোগিদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

গোলাম রাব্বানী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর