শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

মান্দায় ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সতীহাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে বেরিকেড় দিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোটিলা গ্রামের রনি (২৬) ও বিনোদপুর গ্রামের আসমাউল হোসেন (৩৮)।  বিষয়টি নিয়ে আজ শনিবার বেলা ১১টার দিকে মান্দা থানা চত্বরে প্রেস বিফ্রিং করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পামওয়েল ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সতীহাট সরকার ফিলিং স্টেশন এলাকায় চেকপোষ্ট বসানো হয়। রাত সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিয়ে রনি ও আসমাউলকে গ্রেপ্তার করা হয়। অপরজন পালিয়ে যায়। ওসি আরও বলেন, পরে ওই ট্রাকে তল্লাশী চালিয়ে কেবিনে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়।

ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দুইজনকে শনিবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রাব্বানী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর