শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

ববি প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন সাংগঠনিক টিম ঘোষণা করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় সভাপতি হিসেবে মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক হিসেবে এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর নেতৃত্বে এই টিম গঠন করা হয় । আজ শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টিম গঠন করার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলনের স্পিরিটকে ধারন করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্যে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীরা কি চায়, কি ধরনের রাজনীতি চায় তা জানার জন্যে এবং সুস্থ রাজনীতি ধরে ধাখার জন্যেই এই নতুন টিম গঠন করা। ছাত্রদলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেই এই টিমের কাজ হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-সহ আশেপাশে যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা বলেন, বাংলাদেশে ছাত্র রাজনীতির ধারায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ছাত্রদল ক্যাম্পাসে একটি নতুন ধরনের রাজনীতি চালু করার প্রচেষ্টা করছে। ইতিবাচক রাজনীতি বলতে সাধারণত শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, ক্যাম্পাসে সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করা, এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে কাজ করা বোঝানো হয়। ছাত্রদল বর্তমানে এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চাচ্ছে। আমাদের লক্ষ্য ক্যাম্পাসে বিরাজমান প্রতিযোগিতা ও সংঘর্ষের পরিবর্তে একটি সমন্বিত ও গণতান্ত্রিক চেতনার পরিবেশ তৈরি করা।

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর