শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

মান্দায় নদী ও পুকুর পাড় থেকে ২টি লাশ উদ্ধার

গোলাম রাব্বানী, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক এবং পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় সনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম বাবু (৩২)। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে নিহত বৃদ্ধ রতন চন্দ্র মোদক (৬৩) মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।

এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর