নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান।
নওগাঁ পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে অপরাধ দমন করা গেলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্য দূর করা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করা জরুরি।” তিনি আরও বলেন, “পুলিশিং কার্যক্রমে গতিশীলতা ফিরে এসেছে। প্রতিটি অপরাধের রহস্য উদঘাটন করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
ডিআইজি আরও বলেন, “দেশবিরোধী চক্রান্ত রুখতে সকলকে সজাগ থাকতে হবে। নতুন নতুন ইস্যু তৈরি করে ষড়যন্ত্র করা হচ্ছে, যা মোকাবিলায় জনগণ এবং পুলিশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মেজর মোহা. মাহমুদুর রহমান পিএসসি, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুর রাকিব, সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ জজ কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এজেডএম রফিকুল ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র, যুব ও জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ইমরুল আখিয়ার পরাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীনপ্রমুখ।
বক্তারা নওগাঁ পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য পুলিশের ভূমিকা এবং সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “নওগাঁ জেলার মানুষের সহযোগিতায় আমরা অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছি। সাধারণ জনগণের অংশগ্রহণ ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষায় পূর্ণ সফলতা সম্ভব নয়।”
সমাবেশের আগে ডিআইজি মো. আলমগীর রহমান নওগাঁ সদর মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেন। তিনি থানার আধুনিকীকরণ কার্যক্রম এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন।
এ ধরনের সমাবেশ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন আরও বৃদ্ধি করার আহ্বান জানান উপস্থিত অতিথিরা।
মোঃ এ কে নোমান/এমএ