শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিনের মৃত্যু

 নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত্যু জমসের আলীর ছেলে ও বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে তেল নিতে পেট্রোল পাম্পের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সরকারি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।

কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে দুই পক্ষে মিমাংসা করে পরিবার মরদেহ নিয়ে গেছেন।

সেলিম রেজা/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর