সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে তিনটি গাঁজার গাছ সহ শিহাব শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃত আসামি শিহাব শেখ উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরকুরুলিয়া কিরাত পাড়া গ্রামের আকাত শেখের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানার এসআই জুলহাজ উদ্দিন ও এএসআই কামাল হোসেন সঙ্গীও ফোর্স এর সহায়তায় আসামীর নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করেন। এসময় আসামীর বসত বাড়ির শয়ন ঘরের পূর্ব পাশে টিউবওয়েল পাড় সংলগ্ন স্থান থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।