ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পাবনা কুষ্টিয়া মহাসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সকালে ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ পরিচালনা করেন। অভিযান নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ডিএসবি ইনচার্জ মোঃ মনজুরুল আলম, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জে রুহুল আমিন স্বপন মুন্সি পরিদর্শক সহ ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা।
অভিযান দলের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে, ফলে প্রকল্পের আশেপাশের এলাকায় পাবনা কুষ্টিয়া মহাসড়কে দুই পাশ দখল করে অবৈধভাবে খাবার হোটেল থেকে শুরু করে কাঁচা তরকারি বাজার ওর দোকানপাট গড়ে উঠেছিল। এতে প্রকল্পের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে এই অভিযান চালানো হয়।
এ অভিযানে খাবার হোটেল, মুদি দোকান, ফলের দোকান ও চায়ের দোকান সহ বিভিন্ন ধরনের শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প দেশের অতি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, প্রকল্পের নিরাপত্তা স্বার্থে প্রকল্পের চারপাশে ফাঁকা থাকা জরুরি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বাধা নিষেধ না মেনে দোকান তৈরি করে ব্যবসা করছিলেন, অভিযানে সব দোকান উচ্ছেদ করা হয়েছে এবং একই সঙ্গে দোকান মালিকদের সতর্ক করা হয়েছে আবার দখল করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে নতুন করে যেন কেউ রূপপুর মোড়ে জায়গা দখল করে রাস্তায় দোকান নির্মাণ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে।
সিয়াম রহমান/এস আই আর