বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

পাবনায় গু’লিবিদ্ধ হয়ে ৩ জন নি’হ’ত

নিজস্ব প্রতিবেদক: পাবনায় আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৪ আগস্ট) দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: জাহিদুল ইসলাম (১৯), ফাহিম (১৭) ও মাহবুবুল হোসেন নাতে। জাহিদুল ও ফাহিম ছাত্র আর মাহবুবুল হোসেন ভাড়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদের গাড়িচালক।

জানা গেছে, দুপুরে আন্দোলনকারীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেন। সেখানে সংঘর্ষের মাঝে গুলি ছোড়া হয়।

ডা. রফিকুল হাসান জানান, সংঘর্ষে হতাহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে আন্দোলনকারীরা তাদের মরদেহ নিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ নিয়ে আন্দোলনকারীরা আব্দুল হামিদ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর