রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ছাত্রদল কর্মী হ’ত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় নিহত শচীন বিশ্বাস সাজু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ আগস্ট ) বিকেলে রুপপুর ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রূপপুর মোড় (পারমানবিক কেন্দ্র) ঘুরে জিগাতলায় মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে এলাকার শত শত জনসাধারণ অংশগ্রহণ করেন।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন জানান, শচীন পাকশী ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বলেন, কিছু দূস্কতিকারী সন্ত্রাসীরা শচীনকে হত্যা করেছে। শুধু হত্যাই করে নি ঐদিন কিছু বাড়িতে হামলা চালিয়েছে ও চাঁদা দাবি করেছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত শচীন বিশ্বাসের মা ও পরিবারের সকল সদস্য খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা কোন দলের হতে পারেনা। এরা দুর্বৃত্ত, এরা দেশ ও জাতির শত্রু। শচীন হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, ৬ আগস্ট রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে ছাত্রদল কর্মী শচীন বিশ্বাসকে (২২) মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বেলায়ের বিশ্বাসের ছেলে।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর