ঈশ্বরদীত প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় ফেসবুক গ্রুপ আমরা সলিমপুরের সন্তান ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ রাস্তা মেরামত ও পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ আগস্ট) সারাদিনব্যাপী উপজেলার জয়নগর (বাবুপাড়া মোড়) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে শিক্ষার্থী ও ফেসবুক গ্রুপের সদস্যরা এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার ও রাস্তার দুই পাশের ময়লা পরিষ্কার করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আমরা সলিমপুরের সন্তান ফেসবুক গ্রুপের চীফ এডমিন মোঃ খায়রুল বাশার মিঠু, গ্রুপের মডারেটর ও জনপ্রিয় নিউজ পোর্টাল জনতার বার্তার ঈশ্বরদী প্রতিনিধি মোঃ সিয়াম রহমান ও গ্রুপের সদস্য শাজাহান আলী, রবিউল ইসলাম, বিজয় সরকার, রেন্টু সরকার, রিফাত, তামিম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
গ্রুপের এডমিন খায়রুল বাশার মিঠু বলেন, তরুণরাই পারে একটা সুন্দর দেশ গঠন করতে সেই জন্য আমরা এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজকে এলাকার বিভিন্ন রাস্তা মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছি এবং এইরকম কাজ আমরা আগামীতে আরো করবো।
সিয়াম রহমান/এস আই আর