বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ঈশ্বরদীতে সাবেক এমপিকে প্রধান আসামি করে মেয়র ও যুবলীগ সভাপতিসহ ৭১ জনের নামে মামলা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা বর্ষণের অভিযোগে পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও পৌর মেয়র ইছাহক আলি মালিথাসহ ৭১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করে লিখিত অভিযোগ দেন। চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ এনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে পাবনা-৪ আসনের সাবেক সংসদ গালিবুর রহমান শরীফকে। এছাড়া তার ভাই উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ও পৌর মেয়র ইছহাক আলী মালিথা সহ আ.লীগ ও অঙ্গসংগঠনের অনেককেই আসামি করা হয়েছে।

ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আরো জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে যোগদানকালে দাশুড়িয়া, সলিমপুর, সাহাপুর, পাকশীসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ঈশ্বরদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে কেউ নিহত নাহলেও চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর