নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন নদীর বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৮টায় বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক সমিতির সদস্যরাও। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং আবার প্রথম ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। “বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে; জ্বালো রে জ্বালো; ঢাকা না দিল্লি, ঢাকা, ঢাকা! ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভারতীয় আগ্রাসন! আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; ভারত যদি মানুষ মারে, সেভেন সিস্টার থাকবে না রে”—এমন নানা স্লোগান দেন তারা।
ছাত্র সমাবেশে বক্তারা বলেন, ‘২৪ এর পরাজিত শক্তিরা এখনো বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারত এই কুচক্রীমহলকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে। ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্তর্জাতিক নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশে কৃত্রিম বন্যা তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেশের সঙ্গে ভারতের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা চাই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে বুয়েটের আবরারকে জীবন দিতে হয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।’
এছাড়াও, শিক্ষার্থীরা এদিন জনমত সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের মাধ্যমে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের জন্য অর্থ সংগ্রহের ক্যাম্পেইন পরিচালনা করে। “বন্যার্তদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়” নামে এই কর্মসূচি পরিচালনা করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মো. সাইফুল ইসলাম/এস আই আর