ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর পাকশী লালন শাহ্ সেতুর উপর দিয়ে দুই মোটরসাইকেল রেসিং করতে গিয়ে মোহাম্মদ অভি (২৩) নামে একজন নিহত হয়েছেন। অপর যুবক তাইজুল ইসলাম রাব্বি (২৩) কে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর লালন শাহ্ সেতুর দক্ষিণপাশ্বে এই ঘটনা ঘটে। নিহত অভি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল কন্ট্রাকটর এর ছেলে। রাব্বি ঈশ্বরদী সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।
নিহতের চাচা জয় আহমেদ ও স্থানীয়রা জানান, অভি ও রাব্বি সম্পর্কে মামা-ভাগ্নে। মঙ্গলবার সকালে দুই জন দুই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। এরপর তারা পাকশী লালনশাহ সেতুর উপর উঠে দ্রুত গতিতে রেসিং শুরু করেন। রেসিংয়ের এক পর্যায়ে পাশাপাশি দুজনের মোটরসাইকেলে স্বজোরে ধাক্কা লেগে দুইজনেই ছিটকে পড়ে যান।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রাব্বিকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মুঠোফোনে দূর্ঘটনার বিষয়ে জানতে পারি। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সিয়াম রহমান/এমএ