মোঃ আবদুর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে শহিদুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে ফুলবাড়ী রেলস্টেশনের উত্তরে স্বজনপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল হক পাশের নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহিদুল হক রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিনি মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
লোকমুখে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন গিয়ে পরিচয় শনাক্ত করে লাশ বাড়ি নিয়ে যায়। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।