রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত-২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বারাইহাট নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও ফুলবাড়ী থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশা চালক ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী জাহানারা বেগম (৪০)।
পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের কাশেম আলীর স্ত্রী জিন্না খাতুন (৫০) ও কাশেম আলী (৬০) আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে ফুলবাড়ী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের লাশ সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

তাজকিরাতুল হক তানভীর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর