সোমবার, মে ৬, ২০২৪
spot_img

উলিপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

মোবারক হাসান নাহিদ, কুড়িগ্রাম: সারাদেশে সূর্যের প্রচন্ড তাপে কোথাও কোথাও সড়কের পিচ গলে যাচ্ছে। দেশের আবহাওয়া পরিস্থিতির কারণে মানুষের নাভিশ্বাস এখন চরমে। সঙ্গে প্রচন্ড গরমে হাসফাস জনজীবন ও প্রাণীকুল।

ঠিক এই সময়ে বুধবার (২৪ এপ্রিল) উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম এর উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাঝবিল ঈদগাঁহ মাঠে, চিলমারী উপজেলার রাজারভিটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মিনহাজুল ইসলাম এর ইমামতিতে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সালাতুল ইসতিসকার নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণীকুল। বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। আল্লাহর অশেষ রহমতের জন্য সবাই একত্রে এ নামাজ আদায় করেছেন।

মোনাজাত পরিচালনা করেন পান্ডুল উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. মোজাফফর হোসেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর