শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

আল মোবারক হাসান নাহিদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্রের পাড়ে অস্টমীর স্নান উৎসব পালন করতে এসে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত ওই বৃদ্ধের নাম রশিক চাদ ঠাকুর (৬০)। তিনি লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাত ১০ টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পূন্যার্থী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এরপর ওনাকে আশেপাশের লোকজন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়ে দায়িত্বরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর