সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
আজ রবিবার (৫ মে) সকাল ১১ টায় উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ পাবনা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
র্যাব জানায়, ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান কে সাথে নিয়ে র্যাবের একটি আভিযানিক দল ঐ দিন সকালে দাদাপুরের এমবিবি ও এ ব্রিকস নামক দুইটি ইট ভাটাই অভিযান পরিচালনা করে।
এ সময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করার অপরাধে এমবিবি ভাটাকে এক লক্ষ টাকা ও এ ব্রিকস নামক ভাটাকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।