নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের রংপুর বুরো প্রধান সাংবাদিক মামুনুর রহমান ওরফে রতন সরকারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় নীলফামারী প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের ১৩ জুলাই রাত সোয়া ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্মরণ সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপ: ছিলেন।
স্মরণ স্মৃতিকালে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম বলেন রতন ছিল বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে অন্যতম সেরা। তাহার গুনের কথা বলে শেষ করা যাবে না।তিনি ছিলেন অন্যতম।
সেলিম রেজা/এস আই আর