নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে যানযট নিরসনে নিরলস ভাবে কাজ করতেছে নীলফামারীর ফায়ার সার্ভিসের সদস্য, রোবাটমুটসের সদস্য, বিএনসিসির সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে বৃষ্টির পানি অপেক্ষা করে শহরের বিভিন্ন জায়গায় সততার সাথে দায়িত্ব পালন করতেছে। শহরের যেসব জায়গায় যানযটের পরিমাণ বেশি সেসব জায়গায় তাদের সদস্যদের সংখ্যা বেশি লক্ষ করা যায়।
ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যানযটের পাশাপাশি গাড়ি চালকের হেলমেট,গাড়ির কাগজপাতি দেখাশুনার কাজ করতেছে নিরলসভাবে।
ফায়ার সার্ভিসের সদস্য সুজন আলী, রাশেদ হোসেন বিএনসিসির সদস্য মোস্তফা কামাল, হাবিবুল্লাহ, দূর্জয়,রোবাটমুটের সদস্য রিহাদ, রাকেবুল ইসলামের সাথে কথা বললে তারা প্রতিনিধি কে জানায় যে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতেছি।
এ সময় কিছু পথচারীদের সাথে কথা বললে তারা জানায় যে তাদের ব্যাবহারে ও সহযোগিতায় খুশি জনসাধারণ।
সেলিম রেজা/এস আই