বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ‘নয়া কাগজ’ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি স্থানীয় সংগঠনের কার্যালয়ে, দৈনিক নয়া কাগজের অস্থায়ী অফিসে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক নয়া কাগজ সম্পাদক ও প্রকাশক সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ও শিক্ষক নেতা নাজমুল আলম সোহাগ মাস্টার, ভালুকা প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক দৈনিক আমার সংবাদ এর ভালুকা উপজেলা প্রতিনিধি আবুল বাশার শেখ, ভালুকা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক দৈনিক মানবকণ্ঠের ভালুকা উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, দৈনিক খোলা কাগজের ভালুকা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আল-আমিন মোহাম্মদ, ময়মনসিংহ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক বাংলাদেশের আলো ভালুকা প্রতিনিধি হাবিব জিহাদী, দৈনিক খবরপত্রের ভালুকা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুমন, বার্তা বাজার ভালুকা প্রতিনিধি রোমান আহমেদ নকিব, ভালুকার বার্তার সম্পাদক আব্দুল্লাহ আনছারী আকরাম, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
নয়া কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সফিউল্লাহ আনসারী বলেন, আমরা গত বছরের ১০ ই সেপ্টেম্বর পত্রিকার কার্যক্রম শুরু করেছিলাম। দেখতে দেখতে এক বছর হয়ে গেল । আমরা চাই সব সময় পত্রিকার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হবে। যাতে মানুষ ও দেশের উপকার হয়। সবাই আমাদের সাথে থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেবেন বলে আশা করি।
এ সময় অন্যান্য সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক নয়া কাগজ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক নয়া কাগজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে কেক কাটা হয়।
আব্দুল হালিম/এস আই আর