ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সাধারন মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে রুহিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরের রুহিয়া বাজারে বিএনপি’র পক্ষ থেকে এসব লিফলেট বিতরণ করা হয়। এর আগে রুহিয়া থানা বিএনপির অফিসে ভোট বর্জন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো জাফরুল্লাহ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর, রুহিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়াসহ যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সাধারন মানুষের প্রতি আহবান জানান।
মোস্তাফিজুর রহমান আকাশ/যেআরবিএস