রবিবার, মার্চ ১৬, ২০২৫
spot_img

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ইউনিয়ন সাংগঠনিক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরে রুহিয়ায় নুর ইসলাম মাহিলা (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে নুর ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এ আওয়ামী লীগ নেতা রুহিয়া থানা এলাকার ঘনিমহেষপুর গ্রামের বাসিন্দা এবং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী আন্দোলনে তোপের মুখে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যায়। সেই ইসুতে নুর ইসলামের নেত্বত্বে রাজনৈতিক পরিস্থিতি অস্তিত্ব করার লক্ষ্যে রুহিয়া থানার রামনাথ মোড়ে বিএনপি পন্থী লোকজনের পথরোধ করে মোটরসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগসহ রুহিয়া থানা বিএনপির সভায় সন্ত্রাসী হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর