রবিবার, জুন ১৫, ২০২৫
spot_img

মৌলভীবাজার জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ই এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ প্যারেডে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড শেষে জেলা পুলিশ সুপার, পুলিশ লাইন্সের মোটরযান শাখা, ক্লথিং স্টোরসহ অন্যান্য শাখার পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এরপর পুলিশ লাইন্স ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

।জেলা সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর