শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় গৃহবধূ নিহত, গুরুতর আহত ২ শিশুসন্তান

মোঃ আবদূর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় মর্জিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মো. আলামিন (১২) ও মোছা. সাইমা (৭) নামে তার দুই সন্তান।

শনিবার (২০ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মর্জিনা বেগম উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর পশ্চিমপাড়া এলাকার মো. শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, উপজেলার হেয়াতপুর পশ্চিমপাড়া চিনির চড়া এলাকার ইট ভাটার পাশে নির্জন একটি বাড়িতে কে বা কারা হামলা চালিয়ে গৃহবধূ ও তাঁর দুই সন্তানকে জখম করে।

এতে ঘটনাস্থলেই গৃহবধূ মর্জিনা বেগম মারা যান। পরে দুই সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.মমিনুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর