তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বাজারের ভেতর দখলকৃত সরকারি জায়গা ও রাস্তার দুইপাশে অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। ঐসব দোকানপাট অভিযান করে উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (৭ই নভেম্বর) কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ্ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় উচ্ছেদ অভিযানে কুলাউড়া থানার একদল পুলিশ সহযোগীতা করেন।
বাজারের শেডে থাকা ৪৫ দোকান, রাস্তার পাশে থাকা ৬ টি ফলের দোকান এবং বাজার সংলগ্ন খালের পাড়ে ৪ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এব্যাপারে কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ্ জহুরুল হোসেন জানান, এখন থেকে সকল বাজারে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
/এমএ