জয়নাল আবেদীন, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডাঃ শ্রী তরুন কুমার পাল যোগদান করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি জয়পুরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয়ে যোগদান শেষে দুপুরে নিজ কার্যালয়ে আসেন। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স ও কর্মকর্তা/কর্মচারীগণ।
ডাঃ শ্রী তরুন কুমার পাল ৩৩’তম বিসিএস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়ে সহকারি সার্জন হিসাবে প্রথম কর্মজীবনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবামুলক ডাক্তারী পেশায় যোগদান করেন। তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৪’বছর সততার ও নিষ্ঠার সহিত আবাসিক মেডিকেল অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। এরপর তিনি রাজবাড়ীর কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে মাত্র ৪’মাস দ্বায়িত্ব পালন করেন। স্বাস্থ্য মন্ত্রাণালয়ের নির্বাহী আদেশে পদোন্নতি পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। সর্বশেষ ভাঙ্গা উপজেলা থেকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে বৃহস্পতিবার যোগদান করেন ডাঃ শ্রী তরুন কুমার পাল।
এ হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার নার্স কর্মকর্তা/কর্মচারী সহ এলাকাবাসী সকলের সহযোগিতা আশা করেন তিনি।
/এমএ