বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

মৌলভীবাজারে চিলের থাবায় স্কুল ছাত্রী আহত

মৌলভীবাজার প্রতিনিধি: গ্ৰামে বা শহরে প্রভাত আছে, বলতো চিলে কান নিয়ে গেছে! এবার এমন বিচিত্র ঘটনার সাক্ষী মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাতেহা আক্তার (১৬)। সে চিল পাঁখির আক্রমণে আহত হয়েছে।

মঙ্গলবার (১২ই নভেম্বর) দুপুরে হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সম্মুখে এ ঘটনাটি ঘটে।

হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম জানান, স্কুলের পিছনে মেহগনি গাছে একটি চিল পাখি বসবাস করে। স্কুলের নতুন ভবনের ৪ তলা ভবনের বারান্দায় ছাত্রীরা হাটাহাটি করছিল। এ সময় হঠাৎ একটি চিল পাঁখি মিমের চোঁখে ঝাপটি মেরে তার বাম চোঁখে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার মাতারকাপন চক্ষু হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার চোঁখের টিসু কেটে গেছে। এ ঘটনায় ছাত্রী সকলকে সাবধান অবলম্বন করে চলাচল করার কথা জানান।

তিমির বনিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর