শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

মৌলভীবাজারে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১কোটি টাকার সরকারি জমি দখল করে দেয়াল নির্মাণ করেছিলেন মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) আদালতের রায়ের পর বিকেলে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর উপস্থিতিতে অবৈধ সেই দেয়াল ভেঙ্গে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন।

এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙ্গে ৩৩ শতক প্রায় আনুমানিক মূল্য ১ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

এ সময় কুলাউড়া থানা পুলিশ এএসআই ইমদাদ সহ ও জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

তিমির বনিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর