মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় খলিপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫শে নভেম্বর) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এক আসামী খলিলুর ইউপি’র কেশবচর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম অভিযুক্ত আসামি সদর উপজেলার কেশবচর এলাকার মৃত আব্দুল হাফিজের ছেলে খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬শে নভেম্বর) আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক/এমএ