বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

নীলফামারীর মেয়ে তাসনিমের ‘ছায়াঘর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সেলিম রেজা, নীলফামারীর: নীলফামারীর মেয়ে মুবাশশিরা তাসনিম মৌমিতা’র পঞ্চম গ্রন্থ ‘ছায়াঘর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ঢাকায় অমর একুশে বইমেলায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বইমেলার প্যাভিলিয়ন ১১য়ে পাওয়া যাচ্ছে এই গ্রন্থটি। ইত্যাদি প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

মৌমিতার ইতোপুর্বে আরো চারটি গ্রন্থ প্রকাশিত হয়। এসবের মধ্যে ছিলো হরেক রকম ছড়া, বাংলা মায়ের রুপ, ভাবনাগুলো ছন্দের তালে ও সোনার চুড়ি।

মুবাশশিরা তাসনিম মৌমিতা নীলফামারী সদর উপজেলার গুড়গুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকন এর ছোট ভাই গোলাম মর্তুজা এর মেয়ে।

ঢাকা ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে মৌমিতা। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস’র প্রথম বর্ষের শিক্ষার্থী।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকন জানান, ঢাকা বই মেলাছাড়াও সারাদেশের লাইব্রেরীগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুল্য ৩৫০টাকা থাকলেও ২৬০টাকায় পাওয়া যাবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর