বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

সড়ক দুর্ঘটনায় ‘অড সিগনেচার’ লিড ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল নিহত

পথ দুর্ঘটনায় মৃত্যু মাত্র ২৩ বছরের গায়ক তানভীর পিয়াল, আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলা ব্যান্ড ‘অড সিগনেচার’-এর অপর তিন সদস্য।

‘দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা। গানখানা থেকে খুঁজে নিও গল্প’,গানে গানে এই কথা বলে গিয়েছেন তানভীর পিয়াল। বৃষ্টিভেজা বৈশাখের দুপুরে এই গান শুনেই চোখের জল ফেলছেন তাঁর ভক্তরা। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’-এর লিড ভোকালিস্ট তানভীর পিয়াল শনিবার প্রয়াত সড়ক দুর্ঘটনায়। আশঙ্কাজনক বাকি সদস্যরা। 

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে অড সিগনেচার ব্যান্ড। তানভীর পিয়াল ছাড়াও এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের গাড়িচালক। গুরুতর আহত হয়েছেন ব্যান্ডের বাকি ৩ সদস্যরা। এদিন ভোর সাড়ে ৫ টায় মহাসড়কের চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে হানিফ পরিবহন ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ব্যান্ডের অপর তিন সদস্য শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)। মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা খাইরুল আলম জানান, ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ তুলে মাধবদী থানায় পাঠানো হয়। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়েছিল। ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি ইলিয়াস হেসেন জানিয়েছেন, যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ জেলার ভূলতা এলাকায় বাসটি রেখে চালক পলাতক, তার খোঁজ করছে পুলশি। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন বেলা পৌনে ১১টা নাগাদ, অড সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে পিয়ালের মৃত্যুর খবর ও অন্য সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর