দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। এতে তার মুখের পেশির একপাশ কিছুটা বেকে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার এই অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক পোস্টে আর এস ফাহিম লিখেন, ‘অনেকদিন হলো আমি বিদেশে আছি। আসার পর থেকেই আমি অসুস্থ। এসবের মধ্যেই দুদিন আগে আমার একটি রোগ ধরা পরে যার নাম বেলস পালসি। যার অর্থ হলো মুখের পেশির প্যারালাইসিস।’
তিনি আরও লিখেন, ‘বর্তমানে আমি চিকিৎসা নিচ্ছি। থেরাপি চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
চিকিৎসকদের ভাষায় বেলস পালসি হলো এমন একটি অবস্থা, যা মুখের পেশিগুলোর অস্থায়ী দুর্বলতা বা পক্ষাঘাত ঘটায়। মস্তিষ্ক থেকে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেলে তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি বলে।