সোমবার, মে ১৩, ২০২৪
spot_img

সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জের সামনে সান্তাহার-নওগাঁ পাকা রাস্তার উপর থেকে গতকাল সন্ধ্যায় চুয়াল্লিশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, গতকাল বিকেলে পরোয়ানা তামিলের লক্ষে দায়িত্ব পালন কালে গোপন সংবাদ মাধ্যমে জানতে পাই সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন সান্তাহার নওগাঁ সড়কের উপর কয়েকজনে মাদকদ্রব্য বেচাকেনা করছে। তৎক্ষনাৎ উর্ধতন কর্মকর্তাকে অবগত করে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করি। এ সময় তাদের শরীর তল্লাশি করে দুজনের কাছ থেকে বিশেষ কায়দায় মোড়ানো গোলাপি রঙের চুয়াল্লিশ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে লিটন হোসেন (২৮) এবং সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন (২৬) তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতকাল সন্ধ্যায় নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর