বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
spot_img

‘গাজায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে ৮০ বছর সময় লাগবে’

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে ৮০ বছর সময় লাগতে পারে। এমনটি জানিয়েছে জাতিসংঘ। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

বৃহস্পতিবার (২ মে) বিবৃতিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানায়, বর্তমান সংঘাতের ওপর ভিত্তি করে এই অনুমান করা হয়েছে। এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে বলেও জানানো হয়।

সংস্থাটি জানায়, গাজায় ইসরাইলি বোমা হামলায় যে পরিমাণ বাড়িঘর ধ্বংস হয়েছে, তা এই শতাব্দীতে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। সংস্কারকাজ শেষ করতে পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্যয় হতে পারে প্রায় ৪০ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, হামাসের হামলার পর গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে এ পর্যন্ত অন্তত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় কর্তৃপক্ষ বলছে, উপত্যকায় এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর