রবিবার, মে ১২, ২০২৪
spot_img

মোদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সোমবার (১৮ মার্চ) নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন দলটির রাজ্যসভার সদস্য সাকেত গোখেল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে সাকেত গোখেল বলেছেন, রোববার (১৭ মার্চ) বিমান বাহিনীর হেলিকপ্টারে চেপে অন্ধ্রপ্রদেশের এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তার এই আচরণ নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। 

চিঠিতে আরও বলা হয়, সেই জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি, নাইডুর দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেয়।

উল্লেখ্য, গত শনিবার (১৬ মার্চ) লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার। এ সময় নির্বাচনী আচরণবিধির বিষয়ে তিনি বলেন, আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর