ইবি প্রতিনিধি: দীর্ঘ ৮ বছর পর শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১১ মে) দুপুর ২ টার দিকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি নাইমুল ইসলাম জয়, মৃদুল হাসান রাব্বী, শিমুল খান, রতন রায়, মনজুরুল ইসলাম নাহিদ, সোহানুর রহমান সিদ্দিকী, অপু রয়, সিয়াম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক নাবিল আহমেদ ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আঁধার কেটে গেছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইবি শাখা ছাত্রলীগে যারা দায়িত্ব পেয়েছেন তা আপনাদের কাছে আমানত। সেটা যথাযথ পালন করা আপনাদের কর্তব্য। সর্বোচ্চ চেষ্টা করার পরেও অনেকে ত্যাগী নেতাকে মূল্যায়ন করার সুযোগ হয়নি। তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যারা সঠিক মূল্যায়ন হওনি তাদের ন্যায্য ফিরিয়ে দিতে আমর প্রস্তুত। শিগগির অনুষদ ও হল কমিটি দেওয়া হবে। ত্যাগী ও সক্রিয় কর্মীদেরকে সঠিক মূল্যায়ন করা হবে। এক সাথে কাজ করে দেখিয়ে দেওয়ার সময় এসেছে।