রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
spot_img

চলছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রার্থী সাড়ে ১৮ লাখ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের ২৪ জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় অংশ নেবেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

এনটিআরসিএর তথ্যমতে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ও জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণের কাজে নিয়োজিতরা সেখান থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।

গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৩টি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর