সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

বিস্ফোরক মামলায় সাবেক এমপি রমেশ সেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটকের পর বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন ওরুফে বাবু।

এই মামলায় শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে সাবেক এমপিকে আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারানো পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ জানায় তিনি অসুস্থ্য থাকায় রিমান্ড চাওয়া হয়নি পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে। 

এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য সাবেক এপি রমেশ চন্দ্র সেনকে আটক করেন। তিনি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। 

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।

অঞ্জলি সেন আরও জানান, সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছুসংখ্যক সদস্য এসে রমেশ সেনকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। ডিবির দলের সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছিলেন।

কি কারনে তাকে আটক করা হয়েছে তা তাৎক্ষনিক জানা না গেলেও স্থানীয়রা ধারণা করা করছে সাম্প্রদায়িক উস্কানি, নিয়োগ বাণিজ্য, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হতে পারে।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর