শুক্রবার, মে ১০, ২০২৪
spot_img

এনআইডি জালিয়াতির মামলায় চিকিৎসক সাবরিনার বিচার শুরু

জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আজ সোমবার অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ শুরু হলো। মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ জুন তারিখ ধার্য করেছেন আদালত।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে করা মামলায় সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। আসামিপক্ষ আজ মামলা থেকে সাবরিনার অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করে। আবেদনটি নাকচ করে সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলায় জামিনে আছেন সাবরিনা। তিনি আজ আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের শুনানিতে তিনি নিজেকে নিরপরাধ দাবি করেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর