সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

রাজধানীতে শেষ বিকেলে বৃষ্টির দেখা মিলতে পারে

দেশের পূর্বাঞ্চল অথ্যাৎ চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের পাশাপাশি সন্ধ্যা নাগাদ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগেও দমকা হাওয়ায় সাথে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ মে) সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে। এদিকে গতকাল বুধবার রাত থেকে সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়াতে, ২৮ মিলিমিটার।

দেশের পূর্বাঞ্চল হয়ে আগামী ৪ থেকে ৫ মে নাগাদ দেশের পশ্চিমাঞ্চলেরও বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা চলমান থাকবে ১১ মে পর্যন্ত। এ সময় তাপমাত্রা কমলেও এরপর থেকে আবারও বাড়তে পারে দাবদাহ।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর