বিশেষ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে এইটা ছাগলকাণ্ডে সারাদেশে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। এছাড়াও দেশের প্রায় সকল স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে সাংবাদিক নেতারা।
বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটির নেতারা এ ঘোষণা দিয়েছেন। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় সম্মানহানির জন্য ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হবে।
বিএমইউজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি মোঃ খায়রুল আলম রফিক, কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি এবং আরো অনেকেই। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বেশ কিছুদিন আগে থেকে রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তার মতিউর রহমানের ছেলের ছাগলকান্ড, মেয়ের কানাডায় বিলাস বহুল চলাফেরা ও সূত্র ধরে গণমাধ্যমে নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অপকর্মে ঢাকতে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য প্রকাশ করছেন। সে কারনেই সুশীল সমাজের কাছে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আব্দুল হালিম/এস আই আর