সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

মাচায় তরমুজ চাষে হাসি আনছার আলীর

মোঃ আবদুর রাজ্জাক, দিনাজপুর: মাচায় তরমুজ চাষের চ্যালেঞ্জ নিয়েছিলেন দিনাজপুরের বিরলের চাষি আনছার আলী। আর প্রথমবারেই এসেছে সাফল্য। এখন তাঁর মাচায় ঝুলছে লাখ টাকার তরমুজ। দবিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা আনছার আলী। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করবেন বলে আশা করেন তিনি।

আনছার আলী জানান, রাজারামপুর গ্রামের ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলক তরমুজ চাষ করেছেন তিনি। গত মার্চের প্রথম সপ্তাহে জমিতে কয়েক জাতের তরমুজের বীজ বপন করেন। এর মধ্যে রয়েছে রঙ্গীলা ও মারসেলো জাতের তরমুজ। ১২-১৪ দিন পর তরমুজ ওঠানো শুরু করবেন। রাজধানী ঢাকা, সিলেট, ভৈরবসহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ ধরনের তরমুজ চাষ পরিবেশবান্ধব। কারণ কমপক্ষে ৫০ ভাগ সার ও কীটনাশকের ব্যবহার কম লাগে এতে। প্রচলিত পদ্ধতিতে জমিতে পাঁচ-ছয়বার সেচ দিতে হয়, সেখানে এই পদ্ধতিতে মাত্র দুবার সেচ দেওয়াই যথেষ্ট। এ ধরনের চাষে তরমুজবীজের চারা গজানোর পর মাচা তৈরি করে বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা দিতে হয়।

স্থানীয় এলাকাবাসী মো. একরামুল ইসলাম বলেন, ‘তরমুজ চাষ এলাকায় এই প্রথম। আনছার আলীর তরমুজ দেখতে অনেকেই ভিড় করছেন। মাচায় তরমুজ চাষ দেখে এলাকার অনেক চাষি উদ্বুদ্ধ হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, এখানকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য খুবই উপযোগী। ভবিষ্যতে অনেক কৃষকই তরমুজ চাষ করবেন। কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হচ্ছে এ ব্যাপার।

তিনি আরও বলেন, বিরল উপজেলায় ৩ হেক্টর জমিতে প্রথমবারের মতো মাচায় তরমুজ চাষ করা হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর