বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে নষ্ট কৃষকের ধান ক্ষেত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে পুড়ে গেছে এক কৃষকের ধানক্ষেত। উপজেলার রামনারায়নপুর গ্রামের বাসিন্দা দানেশ উদ্দিনের পুত্র রেজাউল করিম এবং আফতাব উদ্দিনের পুত্র দেলদার হোসেন অভিযোগ করেন, চক ভবানী গ্রামের হাফিজুর রহমান সাবু ও তার স্ত্রী জেসমিন আরা এই ক্ষতির জন্য দায়ী।

অভিযোগকারীদের দাবি, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে হাফিজুর ও তার সহযোগীরা চক শরীফ মৌজায় তাদের দখলীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬২ শতক জমি (আরএস ২৩৪ নম্বর খতিয়ানের ৭১৫ নম্বর দাগ) এবং রামনারায়নপুর মৌজায় আরও সোয়া ৪১ শতক জমিতে (আরএস ৮১ নম্বর খতিয়ানের ৫২৭ নম্বর দাগ) রাসায়নিক প্রয়োগ করেন। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়।

অভিযোগকারীরা আরও জানান, জমি সংক্রান্ত বিরোধে নওগাঁ আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারা এ ঘটনার সুবিচারের জন্য ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, “আমরা নজিপুর পৌরসভার আল-হেরা পাড়ায় বসবাস করি এবং রেজাউল গং আমাদের জমিতে প্রবেশ করতে দেয় না। আদালতের রায় আমাদের পক্ষে, তারা নিজেরাই রাসায়নিক প্রয়োগ করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা এস.আই পরিতোষ চন্দ্র সরকার জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

মোঃ এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর