ইবি প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল এ. এম আমিন উদ্দিন বলেছেন, একজন আইনজীবীর প্রথম কাজ হচ্ছে মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করা। একজন অসহায় মানুষ যখন আপনার কাছে আসবে তার জন্য কাজ করা আপনার প্রথম দায়িত্ব। আইনজীবী তার মেধা দিয়ে কাজ করবেন, তার নৈতিকতা দিয়ে কাজ করবেন। মানুষের জন্য তাকে কাজ করতে হবে।
তাকে কোনোভাবেই চিন্তিত করা যাবে না, এই লোকটার পঁয়সা নেই তার পক্ষে আমি দাঁড়াবো না। এই চিন্তা যেন আপনাদের মাথায় না থাকে, যারা আইনজীবী হবেন। একজন অসহায় মানুষ যখন আপনার কাছে আসবে তার জন্য কাজ করা আপনার প্রধান দায়িত্ব। আপনার কাছে যে আসবে তার বর্ণ-ধর্ম-রাজনীতি কোন কিছু আপনার সামনে থাকবে না। সামনে থাকবে একজন অসহায় মানুষ, একজন বিচারপ্রার্থী মানুষ।
শনিবার (১৮ মে) বিকেল ৩টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নম্বর কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ কর্তৃক আয়োজিত আইনের শাসন বিষয়ক স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়া ছাড়া আপনাদের কোন পথ নাই, আর আপনাদেরকে নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হবে। আইনজীবী হতে হলে কষ্ট করতে হবে। সপ্তাহে সাত দিন চেম্বারে যেতেই হবে। হাতেকলমে শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষারর্থীদের সুপ্রিম কোর্টে নিয়মিতভাবে যাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় অনুষ্ঠিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।
গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ-সদস্য অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনছারী।
এছাড়াও আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. সেলিম তোহা। সঞ্চালনায় ছিলেন ল’ এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার।